Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা নিয়ে হাতাহাতি

দক্ষিণ আফ্রিকায় সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অভ্যর্থনা দেয়াকে কেন্দ্র করে শাখা আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে জোহান্সবার্গ থাম্বু ইন্টারন্যাশনাল বিমানবন্দরের বাইরে এ ঘটনা ঘটে। দেশটির শাখা আওয়ামী লীগ নেতা আনিস এবং তানশেনের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েক জন আহত হয়েছে। এসময় জোহান্সবার্গ বিমানবন্দর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, ব্যানার হাতে সামনে দাড়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। পরে জোহান্সবার্গে একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে বরণ করে নেয়া হয়। প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা নিয়ে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

Exit mobile version