Site icon Jamuna Television

প্যারিসে নিলামে উঠছে ৯০০ বছরের বিরল মূর্তি

ফ্রান্সে নিলামে উঠছে ৯০০ বছরের পুরনো একটি বিরল মূর্তি। আগামী মঙ্গলবার (১৩ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে হবে এই নিলাম। অন্তত ১০ লাখ ডলারে মূর্তিটি বিক্রি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

নিলামঘর বোনহ্যামসের দাবি, এটি চীনা সন্ন্যাসী গুয়ানিন বোধিসত্ত্বের মূর্তি। এটি বিরল প্রজাতির কাঠের তৈরি। এক মিটারেরও বেশি উচ্চতার এই মূর্তি সবশেষ গত শতাব্দির ৩০ এর দশকে প্যারিসে বসবাসরত এক পরিবারের কাছে বিক্রি করা হয়েছিল।

কর্তৃপক্ষ জানায়, মূর্তিটির মূল্য সম্পর্কে এতদিন পরিবারটির কোনো ধারণাই ছিল না। এ ধরনের খুব কম সংখ্যক মূর্তিই রয়েছে পৃথিবীতে। তাই এই মূর্তি সম্পর্কে ক্রেতাদের আগ্রহও হবে অনেক, এমনটা আশা করছে বোনহ্যামস।

এসজেড/

Exit mobile version