Site icon Jamuna Television

বাসা-বাড়ির ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ছবি: এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম । ফাইল ফটো

বিদ্যুৎ সংকটের মাঝে দেশে প্রথমবারের মতো বাসা-বাড়ির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম।

আগামী ২০ জুন প্রধানমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবেন। প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন গুণতে হবে ৩ হাজার ডলার।

দক্ষিণ পূর্ব-এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে উৎপাদিত হতে যাচ্ছে ময়লা বা বর্জ্য থেকে বিদ্যুৎ। তাই রাজধানীর আমিন বাজার ল্যান্ডফিলে ৩০ একর জমিতে বসানো হয়েছে ইনসিনারেশন প্লান্ট। এখানে বিদেশি বিনিয়োগে কাজ চলবে পরিবেশবান্ধব প্রযুক্তিতে। এর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য সরবরাহ করবে। যার মাধ্যমে প্রতিদিন উৎপাদিত সাড়ে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। তবে নির্ধারিত বর্জ্য সরবরাহ করতে না পারলে প্রতিদিন ৩ হাজার ডলার জরিমানা দিতে হবে বাস্তবায়নকারী চীনা কোম্পানীকে। যদিও এই প্রকল্পে ডিজেলের চেয়েও খরচ কম হবে।

এ নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে এলজিআরডি মন্ত্রনালয় ও বিদ্যুৎ বিভাগ। জানানো হয়, ২০২৫ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

এটিএম/

Exit mobile version