ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন পাকিস্তানি তারকা পেসার হারিস রউফ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই স্ত্রী মুজনা মাসুদকে নিয়ে সংসার শুরু করবেন তিনি। খবর জিও নিউজের।
বৃহস্পতিবার (১৫ জুন) প্রকাশিত জিও নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, মুজনা মাসুদকে স্ত্রী হিসেবে ঘরে তুলতে যাচ্ছেন হারিস রউফ। ছাত্রজীবনে তারা সহপাঠী ছিলেন।
বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করার পর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। তবে বিয়ের কার্ডে ছবি ও তারিখ জানাননি হারিস। অবশেষে আসন্ন ৬ জুলাই তাদের বৌভাত এবং ৭ জুলাই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর ইসলামাবাদে একটি ঘরোয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদি, সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদ ও পেসার শাহিন শাহ আফ্রিদি।
এএআর/

