
সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরে আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালের মেডিসিন শপ থেকে নেয়া মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক সিরাপে এক শিশু অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৯ জুন) সদর উপজেলার চাঁদপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাকিল আহম্মেদের অভিযোগ, গত ৯ জুন তিনি তার একবছর বয়সী ছেলেকে আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. এমদাদুল হক দুলালকে দেখান। পরে ঐ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতালটির মেডিসিন সপ থেকে ফাইলোপেন ১০০ মিলি সাসপেনশন অ্যান্টিবায়োটিক সিরাপ কেনেন। পরে বাসায় গিয়ে সেই সিরাপ শিশুটিকে খাওয়ালে শিশুটি অসুস্থ হতে থাকে। পরে তিনি লক্ষ করে দেখেন সিরাপটি মেয়াদোত্তীর্ণ। এ বিষয়ে তিনি সশরীরে মেডিসিন সপে গিয়ে তাদের বিষয়টি জানালে সেখানে থাকা লোকজন তাকে হুমকি ধমকি দেয়। পরবর্তীতে তিনি তার তার ছেলেকে সদর হাসপাতালে ভর্তি করান। এখন শিশুটি সুস্থ রয়েছে। তবে আবারও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয় কিনা তা নিয়ে তারা আতঙ্কিত।
এ বিষয়ে হাসপাতালটির দায়িত্বরত অ্যাডমিন জুলফিকার হায়দার বলেন, এ বিষয়টিতো আমার এখতিয়ার না। আমাদের তৌহিদ স্যার আছে তার সাথে কথা বলেন। পরে আর তাকে ফোনে পাওয়া যায়নি।
পরে কমিউনিকেশন অফিসার পরিচয় দিয়ে হুমায়ুন কবির নামে একজন ফোন করে বলেন, এ বিষয়ে কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা শিশুটির স্বজনদের সাথে যোগাযোগ করে সকল চিকিৎসার দায়ভার নেয়ার কথা বলেছি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এটিএম/



Leave a reply