Site icon Jamuna Television

বাইডেন-শি’র সরাসরি সংলাপের বিকল্প নেই: ব্লিনকেন

যুক্তরাষ্ট্র-চীন মতবিরোধ দূর করতে, বাইডেন-শি জিনপিংয়ের সরাসরি সংলাপের বিকল্প নেই। চীন সফরের পর মঙ্গলবার (২০ জুন) এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর এপির।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, আসন্ন দিনগুলোতে উচ্চপর্যায়ের বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছি। তবে দিনশেষে শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার বিকল্প নেই।

তিনি বলেন, সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট বাইডেন এবং প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনা চালিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা আমাদের। তাদের সরাসরি সংলাপ এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এটিএম/

Exit mobile version