Site icon Jamuna Television

বাঁচা মরার ম্যাচে রাকিবের গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। টিকে থাকতে হলে জিততেই হবে, হারলে বিদায়। এমন পরিসংখ্যানের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে জামাল ভূঁইয়ার দল। তবে বিরতিতে যাওয়ার আগেই রাকিব হোসেনের গোলে সমতার স্বস্তি নিয়ে বিরতিতে যায় হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-মালদ্বীপ। ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ রেখে মুহুর্মুহু আক্রমণ শানায় বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। হাসান হাইসামের পাস এক সতীর্থ টোকা দেয়ার পর প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন হামজা। এই ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

পিছিয়ে পড়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে মালদ্বীপের ডি বক্সের মধ্যে। আক্রমণের ফলাফল বাংলাদেশ পেয়ে যায় প্রথমার্ধেই। দারুণ গোছালো আক্রমণ থেকে ৪২তম মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। বিশ্বনাথের থ্রো ইনের পর সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে হেডেই জাল খুঁজে নেন রাকিব।

প্রথমার্ধের যোগ করা সময়ে রাকিবের আরেকটি হেড অল্পের জন্য উপরের জাল কাঁপায়। আর কোনো বিপদ না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

/আরআইএম

Exit mobile version