সবার সাথে আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি: ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

সকলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি, এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি। আরও বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ।

এ সময় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply