ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতলো আর্জেন্টিনা

|

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। রোববার (২৫) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তেরা।

ম্যাচের ১২ মিনিটে ব্রাজিল লিড নিয়ে শিরোপার পথে এগিয়ে যায়। প্রথমার্ধে ওই গোলেই লিড নিয়ে শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা জোড়া গোল করে শিরোপা ঘরে তুলে। আর্জেন্টিনার বেতোন্নি গোল করে দলকে সমতায় ফেরান। টান টান উত্তেজনা শুরু হওয়া ম্যাচে শেষ বাঁশির পাঁচ মিনিট আগে গোল করে শিরোপা উৎসব করে তরুণ আর্জেন্টাইন ফুটসাল খেলোয়াড়রা। 

প্যারাগুয়েতে অনুষ্ঠিত এই আসরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ভেনিজুয়েলা। এছাড়া প্যারাগুয়েকে ৫-২ গোলে হারিয়ে চতুর্থ স্থান অধিকার করেছে পেরু।

উল্লেখ্য, কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি’তে ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। এছাড়াও অন্য দলগুলো হলো উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply