Site icon Jamuna Television

ওগনারপ্রধান প্রিগোঝিন বেলারুশে রয়েছেন: লুকাশেঙ্কো

ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিন। ছবি: সংগৃহীত

ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিন বেলারুশে রয়েছেন বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্দার লুকাশেঙ্কো। খবর রয়টার্সের।

তিনি জানান, প্রিগোঝিনের ওপর নজর রাখা হচ্ছে। তার নেতৃত্বে রাশিয়ায় ওয়াগনার বাহিনী যে ঘটনা ঘটিয়েছে, বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি।

এর আগে খবর আসে যে প্রিগোঝিন বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। তার সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান গ্রিনিচ মান সময় ৪টা ৩৭ মিনিটে মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই বিমানে প্রিগোঝিন ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয়, তার শর্ত অনুযায়ী প্রিগোঝিনকে বেলারুশে যেতে দেয়ার কথা ছিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল, তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন সবসময় তার দেয়া কথা রক্ষা করেছেন।

এএআর/

Exit mobile version