Site icon Jamuna Television

কাঁচা মরিচের বাজারে চলছে নৈরাজ্য, কেজি ৪০০ টাকা

ছবি: সংগৃহীত

কাঁচামরিচের বাজারে চলছে নৈরাজ্য। মহল্লার দোকানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। আমদানির প্রভাব পড়েনি ভোক্তা পর্যায়ে। কমেছে যোগানও।

গত এক সপ্তাহ ধরেই নিত্য প্রয়োজনীয় পণ্যটির দাম অস্বাভাবিক পর্যায়ে রয়েছে। রাজধানীর বাজারে সরবরাহও কমেছে। মানভেদে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়। খুচরা দোকানে দাম হাঁকা হচ্ছে ৪০০ টাকা কেজি। আমদানি উন্মুক্ত করে দেয়ার সুফল পাচ্ছেন না ক্রেতারা।

ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের মসলার চাহিদা বাড়ে। আর এর সুযোগ নিচ্ছেন অসাধু বিক্রেতারা। বাড়িয়ে দেয়া হয়েছে জিরা, ধনিয়া, বাদামসহ সব ধরনের মসলার দাম। প্রতি কেজি ভারতীয় জিরার দাম হাঁকা হচ্ছে ১ হাজার টাকা। অথচ মাস খানেক আগেও ছিল ৮০০ টাকা।

পেঁয়াজের বাজারেও অস্থিরতা চলছে। ফরিদপুর অঞ্চলের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। পাবনার পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৮০ টাকা। আর ভারতীয় জাতের কেজি কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের তৎপরতা বাড়লেও, সরকারি সংস্থার কোনো তদারকি নেই।

এএআর/

Exit mobile version