Site icon Jamuna Television

দিনাজপুরে কাঁচা মরিচের কেজি ছুঁয়েছে ১২০০ টাকা

ফাইল ছবি।

রকেট গতিতে বাড়ছে কাঁচা মরিচের দাম। দিনাজপুরে কেজি ছুঁয়েছে ১২শ’ টাকায়।

গতকাল শনিবার (১ জুন) থেকে দিনাজপুরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২শ’ টাকায়। এছাড়া বিভিন্ন জেলায় কোথাও ৮শ’ টাকা কোথাও বা হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মরিচ। বেড়েই চলছে নৈরাজ্য। যে যেমন পারছে দাম হাঁকাচ্ছে।

ঈদের কয়েক দিন আগেই থেকে মরিচের বাজারে অস্থিরতা দেখা দেয়। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে দাম। রেকর্ড দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। বলছেন, তদারকি বিহীন বাজারে আধিপত্য বাড়ছে, সিন্ডিকেটের।

এটিএম/

Exit mobile version