Site icon Jamuna Television

বিপিএলের পরবর্তী আসরে রংপুরের হয়ে খেলবেন সাকিব

বিপিএলের পরবর্তী আসরে রংপুরের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। তবে আগেই ধারণা পাওয়া গিয়েছিল ২০২৪ আসরে তাকে নতুন কোনো ঠিকানায় দেখা যেতে পারে। এবার চূড়ান্তভাবে প্রকাশ পেলো ফ্র্যাঞ্চাইজিটির নাম। বিপিএলের পরবর্তী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের হয়ে নাম লিখিয়েছেন তারকা এই অলরাউন্ডার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল। আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের পরবর্তী আসর।

ইউএইচ/

Exit mobile version