Site icon Jamuna Television

টাঙ্গাইলে এবার চলন্ত বাসে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ

চলন্ত বাসে আবারও গণধর্ষণের ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। এবার নির্যাতনের শিকার হয়েছে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরী। এ ঘটনায় গ্রেফতার বাসের হেলপার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়। পরে আসামি মো. নাজমুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু সেতুর যোকারচর এলাকায় চলন্ত বাসে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করা হয়। তার চিৎকার শুনে এগিয়ে যায় টহল পুলিশ। এসময় বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে গেলও আটক করা হয় নাজমুলকে। নির্যাতনের শিকার নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version