Site icon Jamuna Television

হবিগঞ্জে দুই শিশুসহ মায়ের লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে দুই শিশুসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিজনগর গ্রামে গতকাল (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন আশপাশের লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ হাদিছা ও তার দুই শিশু সন্তানের লাশ দুই ঘরে পড়ে থাকতে দেখে পুলিশ। মরদেহ ৩টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

হাদিছার স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।

তবে হত্যাকাণ্ডের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে, ঘটনার পর থেকে পলাতক মজিবুর রহমান।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version