Site icon Jamuna Television

ঢাকা-১৭ উপনির্বাচন: ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র্র প্রার্থী তরিকুল ইসলাম।

কেন্দ্রে এজেন্ট ঢুকতে ও ভোটদানে বাধা দেয়ার অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ট্রাক প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, শুধু সরকার দলীয় এজেন্ট ছাড়া, সরকার দলীয় লোকজন ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। আমি ভোট বর্জন করছি। নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি নির্বাচন থেকে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না।

নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জয়-পরাজয় যাই হোক মেনে নেবো। কিন্তু নির্বাচন সুষ্ঠু না হলে ফলাফল মেনে নেবো না। আমি নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট না। পরিবেশ ভালো না। সুষ্ঠু নির্বাচন আশা করেছিলাম। কিন্তু এখন পরিবেশ ভালো না।

আরও পড়ুন: মানুষ কেন্দ্রে এলে নৌকায়ই ভোট দেবে: মোহাম্মদ এ আরাফাত

/এম ই

Exit mobile version