Site icon Jamuna Television

ডেঙ্গু সচেতনতায় মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে মসজিদে মসজিদে আলোচনা ও লিফলেট বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

শুক্রবার (২১ জুলাই) জুমার নামাজের আগে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় সম্পর্কে আলোচনা করেন ওয়ার্ড কাউন্সিলররা। ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কেও মুসল্লিদের অবহিত করা হয়।

আলোচনায় কাউন্সিলরা বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে পরিবারের সদস্যদের সচেতন করা জরুরি। বাড়ির আশপাশ ও ছাদে যেন পানি জমে না থেকে সে বিষয়েও সচেতন থাকার পরামর্শ দেন তারা। নামাজ শেষে ডিএসসিসি’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়।

এটিএম/

Exit mobile version