Site icon Jamuna Television

মোবাইলে ব্যক্তিগত তথ্য যাচাই করে মানুষের মানবাধিকার খর্ব করছে সরকার: ফখরুল

ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সড়কে চেকপোস্ট বসিয়ে মোবাইলে ব্যক্তিগত তথ্য যাচাই করে মানুষের মানবাধিকার খর্ব করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, এতে করে দেশে-বিদেশে মানুষকে তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে ক্ষমতাসীনরা। কেবল ইন্টারনেট বন্ধই নয়, রাস্তায় চেকিংয়ের নামে মানুষের ফোনের ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী; যা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ইসরায়েল থেকে গোয়েন্দা নজরদারির প্রযুক্তি কিনে তা সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করছে সরকার। বিরোধীদলের নেতাদের আইডি হ্যাক করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেয়া হচ্ছে।

/এমএন

Exit mobile version