Site icon Jamuna Television

রোনালদোর গোলে প্রথমবার ফাইনালে আল নাসের

রোনালদোর পেনাল্টি গোলে ফাইনালে উঠেছে তার দল। ছবি: এএফপি

আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল শোরতাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো আল নাসের। স্পটকিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে নিশ্চিত হয় জয়।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রাখে আল নাসের। এদিন ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানেরা নামের প্রতি সুবিচার করেছেন। কিন্তু কখনও নিজেদের ভুলে আবার কখনও ভাগ্য বিড়ম্বনায় গোলের দেখা পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত খেলার ৭৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ডেডলক ভাঙ্গেন পর্তুগিজ এই তারকা। তার গোলে এগিয়ে যায় আল নাসের। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-মানেরা।

সিআরসেভেনের এই গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের দ্বার উন্মোচন হয়েছে আল নাসেরের সামনে। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠল সৌদির ক্লাবটি। আল নাসেরকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার চ্যালেঞ্জ এখন রোনালদো-মানেদের সামনে।

/এএম

Exit mobile version