Site icon Jamuna Television

পাকিস্তানের পার্লামেন্ট বিলোপ; তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে অনিশ্চয়তা

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

বিলোপ করা হলো পাকিস্তানের পার্লামেন্ট। বুধবার (১০ আগস্ট) মধ্যরাতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আবেদনে সই করেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এবার নির্বাচন আয়োজনে সময় পাওয়া যাবে ৯০ দিন। আগামী তিন দিনের মধ্যে গঠন করতে হবে অন্তর্বর্তী সরকার। খবর রয়টার্সের।

মেয়াদ পূর্ণ হওয়ার মাত্র তিন দিন আগে বিলুপ্ত হলো দেশটির জাতীয় পরিষদ। এর আগে পার্লামেন্ট ভাঙার আবেদন জানিয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি দেন প্রধানমন্ত্রী শাহবাজ।

এরইমধ্যে, বিরোধী দলের সাথে আলোচনা শুরু করেছেন শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতারা অন্তবর্তী প্রধানের নাম ঠিক করতে ব্যর্থ হলে এ দায়িত্ব নেবে পার্লামেন্টারি কমিটি। এরপরও নির্ধারিত না হলে সিদ্ধান্ত নেবে দেশটির নির্বাচন কমিশন। তবে সবশেষ জনশুমারি অনুযায়ী নতুন নির্বাচনী এলাকা নির্ধারণে লেগে যেতে পারে কয়েক মাস। তাই আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আছে অনিশ্চয়তা।

/এসএইচ

Exit mobile version