Site icon Jamuna Television

আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিলেন ইনিয়েস্তা

এক বছরের চুক্তিতে এমিরেটস ক্লাবে যোগ দিলেন ইনিয়েস্তা। ছবি: এএফপি

সকল জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে জাপানের ভিসেল কোবে থেকে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে যোগ দিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানানো হয় ৩৯ বছর বয়সী মিডফিল্ডারকে। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের।

তবে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার সাথে চুক্তির বিষয়টি খোলাসা করেনি রাস আল খাইমাহ শহরের দল এমিরেটস ক্লাবে। সংবাদ সম্মেলন করে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছে ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভোর সংবাদ অনুযায়ী, ক্লাবটির সঙ্গে এক বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। তবে দুই পক্ষের সম্মতিতে আরও এক বছরের বিকল্প থাকছে চুক্তিতে।

গুঞ্জন ছিল, সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের লিগে খেলতে যেতে পারেন সাবেক বার্সা তারকা। ইন্টার মায়ামিতে মেসির সাথে মাঠ মাতানোরও উজ্জ্বল সম্ভাবনা ছিল এই স্প্যানিয়ার্ডের। তবে শেষ পর্যন্ত এমিরেটস ক্লাবে নাম লেখালেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার।

/এএম

Exit mobile version