Site icon Jamuna Television

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর রায়পুরায় একটি ওয়ান শুটার গান ও ৪৬ রাউন্ড কার্তুজসহ মো. আতিক হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আতিক হাসান (২০) রায়পুরা উপজেলার বীরকান্দি মধ্যপাড়া এলাকার মো. জামাল মিয়ার ছেলে।

এ নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের চলমান অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় রায়পুরা থানার বীরকান্দি গ্রামের ১০নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে ৪৬ রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ওই যুবকের দেয়া তথ্য অনুসারে শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে রায়পুরা থানার বীরকান্দি পশ্চিমপাড়া গ্রামের জঙ্গল থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ নিয়ে ডিএসবি সামসুল আরেফিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসজেড/

Exit mobile version