Site icon Jamuna Television

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসাছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো. নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো. দিদার উদ্দিনের ছেলে।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকেই ওই অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। সকাল ৯টার দিকে ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিহাজ।

হাতিয়া থানার ওসি আমির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায় বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version