Site icon Jamuna Television

রাজধানীতে স্ত্রী-শ্বাশুড়ি এসিডদগ্ধ : গ্রেফতার ৩

রাজধানীর গেন্ডারিয়ায় নিজের স্ত্রী ও শাশুড়িকে এসিডে ঝলসে দিয়েছে এক মাদকাসক্ত। মা ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বজনদের দাবি এসিড দগ্ধ রুবিনার মাদকাসক্ত স্বামী জিকু যৌতুকের জন্য নির্যাতণ করতো সবসময়। আর তাই কিছুদিন আগে বিচ্ছেদ ঘটে দশ বছরের দাম্পত্য জীবনের। এর প্রতিশোধ নিতেই সোমবার রাতে ঘরে ঢুকে এসিড ছুড়ে পালিয়ে যায় সে। ঝলসে যায় শাশুড়ি ও স্ত্রীর শরীর। চিকিৎসকরা জানিয়েছেন, পারভিন বেগমের শরীরের ৬ শতাংশ ও রুবিনার ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Exit mobile version