Site icon Jamuna Television

‘রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সাড়া’

সরকারের কূটনৈতিক তৎপরতা ও বৈশ্বিক চাপে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকার সাড়া দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকালে কক্সবাজারে একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর অব্যাহত চাপ রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে নমনীয় হতে সহায়তা করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের কারণে যাতে স্থানীয় বাসিন্দাদের কোন ভোগান্তি পোহাতে না হয় সেদিকেও নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে শরণার্থীদের জন্য কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের অনুদান গ্রহণ করেন ওবায়দুল কাদের।

Exit mobile version