Site icon Jamuna Television

সিঙ্গাপুর নেয়া হলো খালেদ মাহমুদ সুজনকে

উন্নত চিকিৎসার জন্য মধ্যরাতে সিঙ্গাপুরে নেয়া হয়েছে বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে। তাকে ভর্তি করা হয়েছে সিঙ্গাপুরের গ্লেনিয়াগ্লেস হাসপাতালে। রাত বারটায় খালেদ মাহমুদ ও তার পরিবারকে নিয়ে রওয়ানা দেয় এয়ার অ্যাম্বুলেন্স।

এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সোমবার সকালে খোলা হয় লাইফ সাপোর্ট। সচল ছিলো কিডনি-লিভার। এমআরআই রিপোর্টে মস্তিস্কে রক্তক্ষরণ ধরা পড়েনি। যে কারণে তাঁর অসুস্থতার ধরন নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। অসুস্থতার কথা শুনে হাসপাতালে ছুটে আসেন ভ্ক্ত, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররা। সাবেক এই অধিনায়কের জন্য দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও ক্রিকেটাররা।

/আরএএম

Exit mobile version