Site icon Jamuna Television

নারীর পেছন পেছন হেঁটে যাওয়া শিশু ২ দিন পর পুলিশ বক্সের কাছে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো:

এক নারীর পেছন পেছন হেঁটে যাওয়ার পর নিখোঁজ সেই শিশুর খোঁজ মিলেছে দু’দিন পর।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে কে বা কারা তাকে চট্টগ্রামের ষোলশহর পুলিশ বক্সের পাশে রেখে যায়।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত সোমবার সকালে নগরীর চান্দগাঁও এলাকায় নিজ বাসার সামনে থেকে ৩ বছর বয়সী শিশু আবদুল্লাহ’কে বোরকা পরিহিত এক নারী ইশারায় ডেকে নিয়ে যাচ্ছেন। এরপর থেকেই নিখোঁজ ছিলো শিশুটি। এ ঘটনায় শিশুটির মা চান্দগাঁও থানায় মামলা করলে তৎপর হয় পুলিশ। একপর্যায়ে সকালে শিশুটিকে ফেলে রেখে গেলেও, কাউকে ধরতে না পারায় ঘটনার প্রকৃত রহস্যও জানতে পারেনি পুলিশ।

এটিএম/

Exit mobile version