Site icon Jamuna Television

রাজবাড়ীর পাংশায় অস্ত্র ও গু‌লিসহ ২ চাঁদাবাজ গ্রেফতার

রাজবাড়ী প্রতি‌নিধি:

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ২ চাঁদাবাজকে গ্রেফতার করেছে রাজবাড়ী মডেল থানা পুলিশ। আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

শ‌নিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ীর পু‌লিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ যমুনা নিউজকে এই তথ্য নি‌শ্চিত ক‌রেন।

গ্রেফতারকৃতরা হ‌লেন, কু‌ষ্টিয়া খোকশার শিমুলিয়া ইউপির বসোয়া পশ্চিমপাড়ার মন্টু শেখের ছে‌লে জাহাঙ্গীর শেখ (২১) ও একই উপ‌জেলার ওসমানপুর ইউপির শ্রীপু‌রের মৃত দুলাল শেখের ছে‌লে আশরাফুল শেখ (৪২)।

পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৫ সে‌প্টেম্বর রা‌তে পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের এক‌টি ব্রিজের ওপর অ‌ভিযান চা‌লি‌য়ে ১টি দেশীয় সক্রিয় ওয়ান শুটার গান এবং ১টি তাজা গুলিসহ জাহাঙ্গীর শেখ ও আশরাফুল শেখকে গ্রেফতার ক‌রা হয়। প্রাথমিক জিঞ্জাসাবা‌দে তারা জানায়, জব্দকৃত অস্ত্র ও গু‌লি‌র মুখে জিম্মি করে পাংশার বি‌ভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষ‌কে ভয়ভী‌তি ও হুম‌কি-ধাম‌কি দি‌য়ে চাঁদাবা‌জি করতো তারা।
/এমএইচ/এটিএম

Exit mobile version