Site icon Jamuna Television

তামিলনাড়ুর সাথে কাবেরি নদীর পানি বণ্টন ইস্যুতে উত্তপ্ত কর্নাটক

কাবেরি নদীর পানি বন্টন ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে ভারতের কর্নাটকে। পার্শ্ববর্তী রাজ্য তামিলনাড়ুকে সরবরাহের জন্য কাবেরি নদীর পানি ছাড়ার নির্দেশ দেয়া হয়া হয় কর্নাটক কর্তৃপক্ষকে। তারই প্রতিবাদে কর্নাটকজুড়ে চলছে তোলপাড়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে ‘বনধ’ ঘোষণা করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি দেয়া হয়েছে। এরইমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বেঙ্গালুরুসহ একাধিক জেলায়। রাজ্যটির শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। সেই সাথে স্থগিত করা হয়েছে বাস, ট্রাক এবং অটো চলাচল। শপিং মল এবং সিনেমা হলও বন্ধ। এরইমধ্যে দফায় দফায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের।

কাবেরি নদীর পানি বণ্টন নিয়ে কর্নাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। সম্প্রতি তামিলনাড়ুকে সরবরাহের জন্য ১৫ দিনের মধ্যে ৫ হাজার কিউসেক পানি ছাড়ার নির্দেশ দেয়া হয় কর্নাট্ক রাজ্য কর্তৃপক্ষকে। আর এ নিয়েই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি।

এসজেড/

Exit mobile version