Site icon Jamuna Television

বিশ্বকাপ ২০২৩: তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে ভারত

ছবি: সংগৃহীত

কদিন পরেই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের। ১০টি ভিন্ন শহরের ১০টি স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামবে ১০ দল। স্বাগতিক হওয়ায় অন্য আসরগুলোর তুলনায় একটু বেশি এগিয়ে থাকবে ভারত।

সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে ফেভারিট হিসেবে জোরেশোরেই শোনা যাচ্ছে রোহিত শর্মার দলের নাম। শক্তির বিচারে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্ট যেকোনো দলের বিপক্ষেই হতে পারে চিন্তার কারণ। ওপেনিংয়ে রোহিত শর্মা-শুভমান গিলদের পাশাপাশি টপ অর্ডারে আছে ভিরাট কোহলি ও লোকেশ রাহুলদের মতো ব্যাটাররা। বল হাতে আগুন ঝরাতে প্রস্তুত সিরাজ, বুমরাহ, কুলদ্বীপরা।

তবে ব্যর্থতার শেকল ভাঙতে পারছে না ভারতের মিডল অর্ডার ইউনিট। উইন্ডিজ সিরিজেও ভালোভাবে ফুটে উঠেছে সেই চিত্র। এছাড়া, বিশ্বমানের স্পিনের বিপক্ষেও সংগ্রাম চালাতে হয় তাদের।

বিশ্বকাপে ভারতের পারফরমেন্স সমীহ জাগাতে বাধ্য করবে যেকোনো দলকে। এখন পর্যন্ত ১২টি আসরে অংশ নিয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছে ‘দ্য ব্লুজ’রা। এছাড়া, চারটি বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি একবার রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জয়ের পর আবারও ভারতের সামনে সুযোগ এসেছে শিরোপা নিজেদের করে নেয়ার। সেই লক্ষ্যেই নতুন কোনো মুখ ছাড়াই পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে তারা। নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে ঘরের মাঠে লড়াইয়ে নামতে প্রস্তুত রোহিত শর্মার দল।

/এএম

Exit mobile version