Site icon Jamuna Television

সিনেমার মতো গাড়ি নিয়ে পুলিশ কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ

গাড়ি নিয়ে পুলিশ কার্যালয়ের ভেতর গিয়ে আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। ছবি: এপি।

গাড়ি নিয়ে পুলিশ কার্যালয় ভবনের ভেতরে ঢুকে পড়লেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হয়েছে এমন নাটকীয় কাণ্ড। শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এপি। 

এর আগে, শুক্রবার সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও প্রকাশ করে মার্কিন পুলিশ। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন হারগ্রেভস। ভবনের দরজা ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যান তিনি।

ভিডিওতে দেখা যায়, নিজেই গাড়ি থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন জন। কর্তব্যরত পুলিশ আটক করে তাকে। এরপর তাকে হাজতে নেয়া হয়। এ প্রসঙ্গে পুলিশ জানায়, এর আগে একইদিন আরও একটি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যান জন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। তবে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এআই

Exit mobile version