Site icon Jamuna Television

নির্বাচনে যুক্তরাষ্ট্র-ভারত বা কোনো দেশেরই হস্তক্ষেপ থাকবে না: ওবায়দুল কাদের

নির্বাচনে যুক্তরাষ্ট্র, ভারত বা কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভারত ও যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক হওয়ার অর্থ এই নয় যে, তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দেবে। এমন উদ্ভট চিন্তা করি না আমরা।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, দিল্লির সাথে বর্তমান সরকারের সম্পর্ক পরীক্ষিত। কৌশলগত কারণে ভারতকে দরকার। এর আগে ২১ বছরে সম্পর্কের ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির চোখে সুষ্ঠু নির্বাচন মানে কেবল তাদের জয়। আমরা কি বিএনপির জন্য সুইসাইড করবো?

সংবিধান মতো যথাসময়ে নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, কারো সুবিধামতো নির্বাচন হবে না। এসময় বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ প্রস্তুত আছে, অশান্তি করলে তার জবাব দেয়া হবে।

এসজেড/

Exit mobile version