Site icon Jamuna Television

অতিরিক্ত সময়ে ম্যাকটমিনের জোড়া গোলে ম্যানইউর জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার (৭ অক্টোবর) রাতে অতিরিক্ত সময়ে ম্যাকটমিনের জোড়া গোলে ব্রেন্টফোডকে ২-১ গোলে হারায় ম্যানইউ।

এদিন রাতে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ মিনিটে গোল করে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন ম্যাথিয়াস জেনসেন। সমতায় ফিরতে বারবার চেষ্টা করেও গোল আদায়ে ব্যর্থ হয় ম্যানইউ। ৮৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে। মাঠে নেমে তিনিই ম্যাচের ভাগ্য বদলে দেন।

ম্যাচের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ম্যাকটমিনে। তার চার মিনিট পর দ্বিতীয় গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন।

এই জয়ে ম্যানইউ লিগ টেবিলের ১০ নম্বরে উঠে এসেছে। চলতি লিগে ৮ ম্যাচ খেলে দলটির পয়েন্ট ১২। চার ম্যাচ জয় পেয়েছে এবং সমান চার ম্যাচে হারতে হয়েছে টেন হাগের দলকে।

/এনকে

Exit mobile version