Site icon Jamuna Television

ক্যারিয়ারের প্রথম অর্ধশতক মোহাম্মদ মিথুনের

দলে ফিরেই ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করলেন মোহাম্মদ মিঠুন। যখন মালিঙ্গা ঝড়ে ব্যাকফুটে বাংলাদেশ তখনই মুশফিককে সাথে নিয়ে বাংলাদেশকে একটা বড় সংগ্রহের দিকে নিয়ে যায় এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৫৩ বলে ৫১ রান করেন মোহাম্মদ মিথুন।

যদিও ম্যাচেই শুরুতে বিপদে পড়েছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু ভাগ্য ফেবারে থাকায় বেঁচে গেলেন তিনি। লাসিথ মালিঙ্গার মিড উইকেটে ক্যাচ তুলে দেন মিঠুন। কিন্তু শ্রীলংকান অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস বাতাসে ভাসা ক্যাচটি নিতে না পারায় রক্ষা পান বাংলাদেশ দলের এ উইকেটকিপার ব্যাটসম্যান।

শুধু তাই নয়, পঞ্চম ওভারেও ফের মালিঙ্গার বলে ক্যাচ তুলে দেন মিঠুন। ফাইন লেগের ফিল্ডার ক্যাচ মিস করেন। তবে তার আগেই আম্পায়ার সংকেত দেন নো বলের।

গত জানুয়ারিতে এই শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ খেলেছিলেন মিঠুন। এরপর বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও অফ ফর্মের কারণে দলে জায়গা হয়নি তার।

এশিয়া কাপে দলে ফেরা জাতীয় দলের এ মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য এখন জাতীয় দলে থিতু হওয়াই বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশ দলের হয়ে এপর্যন্ত (আজকের আগে) ৩টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র ৩৬ রান। আর ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯০ রান করেছেন মিঠুন।

Exit mobile version