Site icon Jamuna Television

টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন মাইলফলক কোহলির

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে দ্রুততম রান সংগ্রহে টেন্ডুলকারকে ছাপিয়ে আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ভিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৬ হাজার রান করার কীর্তিও এখন তার দখলে।

বাংলাদেশের বিপক্ষে ছক্কা মেরে নিজের সেঞ্চুরি আর দলের জয় নিশ্চিত করেছেন ভিরাট। এই ম্যাচের আগে পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৫১০ ম্যাচে কোহলির সংগ্রহ ছিল ২৫৯২৩ রান। ২৬ হাজার রান পূর্ণ করতে তাঁর প্রয়োজন ছিল ৭৭ রান। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে সেই মাইলফলক ছুঁয়ে ফেললেন কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির আগে তিন জন ২৬ হাজার রান করেছেন। তবে কোহলির মতো ৫১১ ম্যাচে কেউই পারেনি ছাব্বিশ হাজারির তালিকায় পৌঁছতে।

সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষে থাকা টেন্ডুলকার ৬৬৪টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ৩৪,৩৫৭ রান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৫৯৪টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর সংগ্রহ ২৮,০১৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৫৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে করেছেন ২৭,৪৮৩ রান। এই তালিকার চতুর্থ স্থানে উঠে এলেন কোহলি। টপকে গেছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনেকে।

৯৭ বলে কোহলির জন্য আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত! নাসুম আহমেদের বল লং অন দিয়ে উড়িয়ে মেরে ওয়ানডেতে ৪৮তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এখন ওয়ানডেতে শচীনের ৪৯ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করতে আর মাত্র একটি সেঞ্চুরি দরকার কোহলির।
/এমএইচ

Exit mobile version