Site icon Jamuna Television

‘টাইগার ৩’ দিয়েই ঝগড়ার অবসান সালমান-অরিজিতের

ছবি: হিন্দুস্তান টাইমস।

২০১৪ সালের একটি অ্যাওয়ার্ড শো চলাকালীন সময়ে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে ঝগড়া হয় সালমান খানের। এরপর সালমানের একাধিক প্রজেক্ট থেকে বাদ দেয়া হয় অরিজিৎকে। অবশেষে ‘টাইগার ৩’ দিয়েই একসঙ্গে আসছেন সালমান-অরিজিৎ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমরেসর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার ৩’র ট্রেলার। তবে সিনেমাতে ‘লেকে প্রভু কা নাম’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং।

অরিজিৎ সিং-এর গাওয়া গানটির পুরো গান মুক্তি পাবে আসন্ন সোমবার (২৩ অক্টোবর)। আশা করা হচ্ছে, ‘টাইগার ৩’ সিনেমাটি হিন্দি, তামিল আর তেলুগুতে ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

/এআই

Exit mobile version