Site icon Jamuna Television

না ফেরার দেশে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ববি চার্লটন

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ববি চার্লটন আর নেই। শনিবার (২১ অক্টোবর) না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই ইংলিশ। পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৩৭ সালে জন্ম নেওয়া চার্লটন পেশাদার ফুটবল খেলেছেন প্রায় ২৪ বছর। ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন ইউনাইটেডে। ক্লাবটির হয়ে করেছেন দুইশর বেশি গোল।

১৯৬৬ ফিফা বিশ্বকাপের ৩ গোল করে ইংল্যান্ডের শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন চার্লটন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপ জেতেন চার্লটন।

১৯৬৬ সালে ব্যালন ডি’অর ট্রফিও জেতেছেন এই ইংলিশ। ইংল্যান্ডের হয়ে তৎকালিন সময়ের সর্বাধিক ৪৯ গোল করার পর ১৯৭০ সালে জাতীয় দল থেকে অবসর নেন চার্লটন।

/এমএইচ

Exit mobile version