Site icon Jamuna Television

নেপালে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। রোববার (২২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের দাবি, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। ভূমিকম্পটি বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, তিব্বতীয় ও ভারতীয় টেকটনিক প্লেটের ভাঁজে নেপালের অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এই প্লেট দুটি প্রতি শতাব্দীতে দুই মিটার করে এগিয়ে আসছে। সেই চাপেই নেপালে ভূমিকম্প হচ্ছে।

এর আগে, ২০১৫ সালে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নেপাল সরকারের হিসাবে দেশটি পৃথিবীর ১১তম ভূমিকম্পপ্রবণ এলাকা।

/এআই

Exit mobile version