Site icon Jamuna Television

ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ১৭

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী এগারোসিন্দুর ট্রেনের সাথে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এ ঘটনায় হতাহতের সংখ্যা শতাধিক ছাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এর আগে, সোমবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টা নাগাদ ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার ঠিক আগ মুহূর্তে ভৈরব থেকে এগারোসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা দেয়। এ সময় জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারওসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। ধারণা করা হচ্ছে, সংকেতের কোনো জটিলতার কারণেই এ ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট, ঢাকা-চট্রগ্রাম, ঢাকা-নোয়াখালী ও ময়মনসিংহ-চট্রগ্রাম রেলপথে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

এসজেড/

Exit mobile version