স্টাফ করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার কারণে পূর্বাঞ্চল রেলপথে বন্ধ থাকা ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৭ টার পর স্বাভাবিক হয়। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে এগারোসিন্দুর গোধুলি ট্রেন ছেড়ে না যাওয়ায় মঙ্গলবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া প্রভাতী ট্রেনটির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। এগারোসিন্দুর প্রভাতীর যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারোসিন্দুরের ৩টি বগি উদ্ধার করেছে। পরে সোমবার রাতে ডাউন লাইনে ও মঙ্গলবার সকাল ৭টার আপ-ডাউন দুই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় আন্ত:নগর এগারোসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
/এনকে

