Site icon Jamuna Television

ওয়ার্নারের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে ছুটছে অস্ট্রেলিয়া। ৯১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ২২ তম সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। সেই সাথে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এই অজি ওপেনার। সেমির আশার বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই অজিদের সামনে।

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্স। আগে ব্যাট করতে নেমে মাত্র ৩ দশমিক ৫ ওভারে ২৮ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান অজি ওপেনার মিশেল মার্শ ব্যাক্তিগত ৯ রানে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে ১৩২ রানের জুটি গড়েন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে ৬৮ বলে ৭১ রানে আউট হন অজি ব্যাটার। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে নিজের ইনিংস সাজান স্মিথ। মারনাস লাবুশানে ৪৬ বলে ৭টি চার ও ২টি ছয়ে অষ্টম ফিফটিতে ৬২ রানে বিদায় নেন।

তবে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ২২তম শতক তুলে নেন ওপেনার ওয়ার্নার। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এ বাঁহাতি ব্যাটার। ৯৩ বলে ১১টি চার আর ৩টি ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলে ফেরেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান।

/আরআইএম

Exit mobile version