Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সাথে একই বিমানে ভ্রমণ ফারিণের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিমানে যাত্রী হয়ে ভ্রমণ করেছেন এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রাসেলসে অনুষ্ঠেয় গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে বেলজিয়ামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। একই ফ্লাইটে ছিলেন তাসনিয়া ফারিণও। ভ্রমণের অনুভূতি শেয়ার করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। প্রধানমন্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী লেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একই ফ্লাইটে থাকতে পেরে আমি খুবই ভাগ্যবান। তিনি আমার দেখা সবচেয়ে মিষ্টি নারীদের একজন।

বাংলাদেশ বিমানের পাইলটদের সঙ্গে কিছু ছবিও শেয়ার করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। প্রতিষ্ঠানটির আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।

তিনি লেখেন, মনোমুগ্ধকর আতিথেয়তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ। ১৪ ঘণ্টা যেন ১৪ মিনিটেই কেটে গেল। আবারও আপনাদের সঙ্গে ভ্রমণের আশায় থাকছি।

এএস/এটিএম

Exit mobile version