Site icon Jamuna Television

‘বিচারিক আদালত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে’

বিচারিক আদালত সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

সকালে প্রেসক্লাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিভিন্ন অজুহাতে খালোদা জিয়ার জামিন বিলম্বিত করা হচ্ছে। আইনজীবীদের যথেষ্ট চেষ্টা সত্বেও সরকারের প্রভাবের সাথে তারা পেরে উঠছেন না।

মওদুদ বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদাকে মুক্ত করার সম্ভব নয়। রাজপথে আন্দোলনের মাধ্যমেই তাঁকে মুক্ত করতে হবে। এজন্য বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন বলে জানান ব্যারিস্টার মওদুদ আহমদ।

Exit mobile version