Site icon Jamuna Television

মঞ্চ প্রস্তুত, সমাবেশ শুরুর অপেক্ষায় আ. লীগের নেতাকর্মীরা

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে। তবে, মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। ইতোমধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে তাদের সমাগম বাড়ছে। নেতাকর্মীরা সমাবেশ শুরুর অপেক্ষায় রয়েছেন।

গতকাল শুক্রবার রাতেই আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গাতেই সমাবেশের অনুমতি দেয় পুলিশ। এরপরই মঞ্চ তৈরি করা হয়। সমাবেশস্থানে সাউন্ড সিস্টেমও লাগানো সম্পন্ন হয়েছে।

এই সমাবেশকে সামনে রেখে গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট নিজ নিজ এলাকায় মিছিল করে নেতাকর্মীদের উজ্জীবিত করে। সে সময় বিএনপিসহ বিরোধীদের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করে আওয়ামী লীগ। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/এমএন

Exit mobile version