Site icon Jamuna Television

শ’খানেক পুলিশ আহত; সহিংসতার দায় বিএনপি নেতাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রাজধানীতে যখন সংঘাত চলছিল, তখন বিএনপি’র সিনিয়র নেতারা বসে মিটিং করছিলেন, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তাই এ সংঘাতের দায় কোনোভাবেই তারা এড়াতে পারেন না বলে মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ডিএমপি কমিশনার বারবার বিএনপি নেতাদের মহাসমাবেশের সীমানা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তারা জানিয়েছিলেন, নাইটিঙ্গেল মোড় পর্যন্ত হবে কর্মসূচি। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে, তাই দায় বিএনপি নেতাদেরই।

মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বাড়িতে যারা ঢুকেছে, তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য, হাসপাতালে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হবে। আসাদুজ্জামান খাঁন বলেন, শনিবারের সংঘাতে শ’খানেক পুলিশ আহত হয়েছে। হামলা হয়েছে আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও।

এসময় তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে তা নেয়া হবে।

/এনকে

Exit mobile version