Site icon Jamuna Television

পরিবেশ যাই হোক, নির্ধারিত সময়েই নির্বাচন হবে: সিইসি

ফাইল ছবি

পরিবেশ অনুকূল বা প্রতিকূল যাই হোক, ভোট নির্ধারিত সময়েই হবে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাক্ষাৎ করেন। নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

এ সময় রাজনৈতিক সংঘর্ষ কাম্য নয় উল্লেখ করে সব দলকে সংলাপে বসার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচন কমিশনের কাছে আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে রাজনৈতিক দলের কাছে উপায় আছে। এসময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রত্যাশা করেন।

এসজেড/

Exit mobile version