Site icon Jamuna Television

৩৭ ঘণ্টায় সারাদেশে ২১টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

সারাদেশে ৩৭ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (১ নভেম্বর) রাত ৭টার মধ্যে এসব অগ্নিসংযোগের খবর পায় সংস্থাটি। 

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস জানায়, এসব অগ্নিসংযোগের মধ্যে ঢাকা মহানগরীতে ঘটেছে ৫টি। মহানগরীর ছাড়া ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জে ৭টি; চট্টগ্রামের সীতাকুণ্ড, কর্ণফুলি ও রাঙ্গুনিয়ায় ৪টি; রাজশাহী বিভাগের বগুড়া ও রায়গঞ্জে ৪টি; রংপুর বিভাগের পার্বতীপুরে ১টি ঘটনা ঘটে। এসব ঘটনায় ১০টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৩টি ট্রাক, ১টি করে পিকআপ ও মোটরসাইকেল, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম ও ১টি পুলিশ বক্স পুড়ে যায়।

/আরএইচ/এমএন

Exit mobile version