Site icon Jamuna Television

বিএনপি নেতা আমিনুলসহ ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১ নভেম্বর) মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাদের তুলে নেয়া হয় বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে গুলশানের হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আমিনুল ও মিরাজকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় আমিনুল হকের গাড়ি চালক ও পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকেও তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।

/এএম

Exit mobile version