Site icon Jamuna Television

নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামায়াতের আপিল শুনানি ১২ নভেম্বর

জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৬ নভেম্বর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। পরে রিটকারির আইনজীবী ১২ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামের সব ধরনের কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চান। এ সময় আদালত বলেন, মূল আপিল শুনানি হলে অন্যান্য আবেদনগুলোরও সমাধান হয়ে যাবে।

এর আগে, জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির মিছিল-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের শুনানির জন্য ৬ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। এছাড়া মামলা বিচারাধীন থাকা অবস্থায় সমাবেশ করে রেজিস্ট্রেশন দাবি করায় আদালত অবমাননার অভিযোগের আবেদনের শুনানির জন্যও এ দিন ধার্য করা হয়।

এটিএম/

Exit mobile version