Site icon Jamuna Television

বিমান-ট্রেনের পর এবার সড়কপথে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার

সরকারের উন্নয়নের বার্তা তৃণমুলে পৌঁছাতে বিমান ও ট্রেন যাত্রার পর এবার সড়ক পথে নির্বাচনী যাত্রায় চট্রগ্রাম-কক্সবাজার যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের নেতারা। সড়ক পথে নির্বাচনী যাত্রার নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সকাল পৌঁনে নয়টায় ধানমন্ডির বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ যাত্রা শুরু করেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ যাত্রায় আছেন সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, যুগ্ম সাধারল সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী ও নওফেল সফরে আছেন।

যাত্রার শুরুতে ওবায়দুল কাদের বলেন, “এখন আমরা সড়ক পথে চট্রগ্রাম কক্সবাজার যাচ্ছি। যাত্রা পথে প্রথমে কুমিল্লায় এবং পরে চৌদ্দগ্রাম ও ফেনীতে পথসভা করে রাতে চট্রগ্রামে পৌঁছাবো। আগামী কাল সকাল নয়টায় চট্রগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে কর্ণফুলী, লোহাগড়া, চকরিয়া, কক্সবাজার ঈদগাহ মাঠে পথসভা কথা জানান তিনি।”

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের মধ্যের দ্বন্দ্ব নিরসনের নির্দেশনা দেয়া হবে এই পথসভা।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version